Lamborghini Huracán LP 610-4 t
Blog
Tags: খালেসুর রহমান, মৃত্যু

খালেসুর রহমানের মৃত্যু

Death of Khalesur Rahman

ফুলকুঁড়ি ইসলামিক একাডেমীর সবথেকে বেশী অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক মোঃ খালেসুর রহমান গত ২৩ নভেম্বর ২০১৫ এ মৃত্যুবরন করেন।তিনি অনেকদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন।অবশেষে ২৩ নভেম্বর ২০১৫ তে তার শেষ নিঃশ্বাস ফেলেন।তার জানাজা ফুলকুঁড়ি ইসলামিক একাডেমীর ময়দানে ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয়।তার কবর ইকরা ট্রাস্ট জামে মসজিদ গোরস্থানে স্থাপন করা হয়।সকল ছাত্র এবং শিক্ষকসমূহ তার জন্য দোয়া করেন।

Back to posts
Comments:

Post a comment