The Soda Pop
Blog
Tags: নির্বাচন, ভোট

স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০১৬

SCS2016

আগামী ২১ মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০১৬।সরকার কর্তৃক এই ভোট সারাদেশব্যাপী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় আমাদের স্কুলেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনী।এই নির্বাচনে দাঁড়িয়েছে বেশ কয়েকজন আগ্রহী ছাত্র-ছাত্রী।তারা নিজের ভোটিং কোড দিয়ে নিজের ভোটের জন্যে বিজ্ঞাপন চালাচ্ছে।অন্যান্য ভোটের মতো এই ভোটেরও কিছু নিয়ম আছে।
নিয়মসমূহ:
১)প্রত্যেককে অবশ্যই ভোট দিতে হবে।
২)প্রত্যেকের ভোট তার নিজ শ্রেনী কক্ষে হবে।
৩)৭টির বেশী বা কম ভোট দেয়া যাবে না।
৪)স্কুল ড্রেস পরিধান না করলে ভোট নেয়া হবেনা।
৫)ভোট চলবে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত।
৬)একটি শ্রেনীর সর্বোচ্চ ২ জনকে ভোট দেয়া যাবে।
৭)অন্যায় পথ অবলম্বন করার চেষ্টা করলে স্কুল কর্তৃপক্ষ যেকোন ব্যবস্থা গ্রহন করতে পারে।

Back to posts
Comments:

Post a comment